পাঞ্জাবে কৃষকদের রেল অবরোধ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

একটি বিশেষ ধরণের পোকায় তুলোর ফসল নষ্ট করছে, পরিস্থিতি প্রতিহত করার জন্যে যে ভুয়ো কীটনাশক ব্যবহারে বাধ্য করা হচ্ছে পাঞ্জাবের কৃষক সমাজকে। স্বাভাবিকভাবেই নষ্ট হচ্ছে ফসল। মাথায় হাত তুলো চাষিদের। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পাঞ্জাব রাজ্যের বিভিন্ন এলাকায় রেল অবরোধ কর্মসূচীর ডাক দিয়েছিল ভারতীয় কিষাণ ইউনিয়ন (একতা উগ্রাহান)। সেই সূত্রেই এদিন পাঞ্জাব জুড়ে এদিন রেল অবরোধ করেন কৃষকেরা। কৃষক সংগঠনের নেতা যোগিন্দর সিং উগ্রাহান অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার পাঞ্জাবের কৃষকদের জন্য কিছুই করছে না। ফসল নষ্ট হওয়ায় চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা পাঞ্জাব সরকার ঘোষণা করলেও বাস্তবে এক টাকাও কৃষকের হাতে পৌঁছয় নি।

সূত্র- হিন্দুস্তান টাইমস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *