সিংঘু ও টিকরি সীমান্তে কৃষকদের দীর্ঘস্থায়ী অবস্থান বিক্ষোভের পুনরাবৃত্তি এবারের পাঞ্জাব রাজ্যের সাঙ্গরুরে। আপ সরকারের কৃষক বিরোধী একাধিক পদক্ষেপে ক্ষুব্ধ পাঞ্জাবি কৃষকেরা মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবনের সামনে শুরু করেছেন অনির্দিষ্টকালীন বিক্ষোভ অবস্থান।
সোমবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ অবস্থানে দলে দলে কৃষকেরা যোগ দিচ্ছেন। সিংঘু এবং টিকরি সীমান্তে গত বছরের আন্দোলনের মতোই সড়কের পাশেই সারবেঁধে ট্রাক্টর রেখে অবস্থান শুরু করেছেন।
তাঁদের ট্রাক্টর-ট্রেলারে স্থায়ী থাকার ব্যবস্থা করার পাশাপাশি সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত ফ্যান, খাবার, মোবাইল-চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে। রয়েছে রান্নাবান্নার ব্যবস্থা।
সাংগ্রুর-পাটিয়ালা সড়কে প্রতিবাদস্থলের কাছে তার ট্রেলারে বসে থাকা একজন বয়স্ক ব্যক্তি, রাজিন্দর সিং বলেছেন, “বেশ কিছু দাবি থাকা সত্ত্বেও, পাঞ্জাব সরকার আমাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের বক্তব্য, তহবিলের অভাব রয়েছে, তাহলে মিডিয়াতে তাদের বিজ্ঞাপন করে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে কেন?”
ভারতীয় কিষাণ ইউনিয়ন (উগ্রাহান)-এর সাধারণ সম্পাদক সুখদেব সিং কোকরি কালানের জানিয়েছেন, দিল্লির কৃষক আন্দোলনের মতোই এখানেও কৃষকেরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এক চুলও নড়বে না। দীর্ঘমেয়াদি অবস্থান চলবে।
সূত্র: দ্য ট্রিবিউন
সিংঘু ও টিকরি সীমান্তের পুনরাবৃত্তি পাঞ্জাবের সাঙ্গরুরে

মতামত দিন