জম্মু ও কাশ্মীর কংগ্রেস সোমবার অনিয়মের অভিযোগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটি যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) অধীনে তদন্তের দাবি জানিয়েছে এবং সেই দাবির সমর্থনে প্রতিবাদ করেছে। এই বিক্ষোভে কিছু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
তাঁরা কেন্দ্রশাসিত অঞ্চলে চলতে থাকা “নির্বিচারে উচ্ছেদ” অভিযানের জন্য প্রশাসনের নিন্দা জানিয়ে বলে যে এটি “ভূমিহীন কৃষক, ক্ষুদ্র, প্রান্তিক কৃষক এবং সাধারণ মানুষদের” প্রতি বড় অবিচার।
জম্মুতে পার্টির প্রবীণ নেতা ভিকার রসুল এবং কার্যনির্বাহী সভাপতি রমন ভাল্লার নেতৃত্বে শত শত কংগ্রেস কর্মী জীবন বিমা কর্পোরেশন এবং এসবিআই অফিসের কাছে শহিদি চক থেকে সিটি চক পর্যন্ত একটি মিছিল বের করেন।
সূত্র- মিড ডে
কংগ্রেসের বিক্ষোভে উঠে এল কৃষকদের দাবি

মতামত দিন