সোমবার হরিয়ানায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে রাস্তা কাটার দাবিতে বিক্ষোভ চলাকালীন এক কৃষকের মৃত্যু হয়। প্রবল ঠান্ডায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত কৃষকের নাম রাম খিলাড়ি (৬৩)। তিনি নুহ ব্লকের মন্ডকোলা গ্রামের বাসিন্দা। অন্যান্য কৃষকদের সঙ্গে তিনি গ্রামের কাছে প্রতিবাদ করছিলেন।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনরত কৃষকরা। তাঁরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত মৃতদেহ দাহ করতে অস্বীকার করেন। আন্দোলনকারীদের একজন সুরজ ভান বলেন, “নির্মাণ সংস্থা প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং আমাদের ক্ষেতে যাওয়ার জন্য কোনও রাস্তার ব্যবস্থাও করেনি”। কৃষকদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
সূত্র- দ্য ট্রিবিউন
হরিয়ানায় প্রবল ঠান্ডায় আন্দোলনরত কৃষকের মৃত্যু

মতামত দিন