নিজস্ব সংবাদদাতা: আখের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে আন্দোলনের পথে নামলেন হরিয়ানার কৃষকরা। বৃহস্পতিবার তাঁরা রাজ্য জুড়ে সকল চিনিকলের বাইরে ধর্নায় বসেন। এমনকি দুই ঘণ্টার জন্য তাঁরা মিলগুলোতে আখ সরবরাহ বন্ধ করে দেন।
গন্না কিষাণ সংঘর্ষ সমিতির রাজ্য সহ-সভাপতি রামপাল চাহাল বলেন, ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেই এই ধর্না পরিচালিত করা হয়। তাঁরা ৯ জানুয়ারি অবধি রাজ্যের সকল মিলগুলোর বাইরে অবস্থান বিক্ষোভ করবেন। তাঁদের দাবি না মানা হলে তাঁরা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ১০ জানুয়ারি একটি কিষাণ মহাপঞ্চায়েত অনুষ্ঠিত করবেন। তিনি আরও বলেন, যে রাজ্যগুলিতে চিনিকল আছে সেই রাজ্যগুলিতে ৬০% থেকে ৭০% কৃষক আখ চাষ করেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো খুবই প্রয়োজন।
হরিয়ানার আখ চাষিদের দাবি, উৎপাদনের খরচ বৃদ্ধি হয়েছে। এই খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তাঁরা কুইন্টাল প্রতি ৪৫০ টাকা করে ন্যূনতম সহায়ক মূল্য দাবি করেন। আগের বছরের মতো এই বছরেও সরকার আখের ন্যূনতম সহায়ক মূল্য ৩৬২ টাকা নির্ধারণ করে। হরিয়ানায় ১৪টি চিনিকল আছে যার মধ্যে তিনটি রোহটকে এবং দুটি সোনিপাতে রয়েছে। রাজ্যের সাতটি জেলায় একটি করে চিনিকল থাকলেও বাকি দশটি জেলায় কোনো চিনিকল নেই।
ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর দাবিতে আন্দোলনে হরিয়ানার কৃষকরা

মতামত দিন