আলুর দামে পতন, বিপাকে ব্যবসায়ী থেকে চাষিরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নভেম্বর মাসের শুরুতেই আলুর দামে পতন এ রাজ্যে। বিপাকে আলু চাষি থেকে ব্যবসায়ীরা। গত মার্চ মাসে হিমঘরে সংরক্ষণের সময় আলুর দাম ছিল ১৭০০ থেকে ১৮০০ টাকা প্রতি কুইন্টাল। বর্তমানে হিমঘরেই সেই আলুর প্রতি কুইন্টাল দাম দাঁড়িয়েছে ৬০০ টাকা । অবস্থা যা দাড়িয়েছে তাতে কৃষক এবং সংরক্ষক উভয়েরই কুইন্টাল প্রতি লোকসান ১১০০ থেকে ১২০০ টাকা।

এমনিতেই কেন্দ্র ও রাজ্যের কৃষক বিরোধী অবস্থানে ক্রমশ কোণঠাসা অবস্থা কৃষকদের। মুনাফা তো দূর, ঋণের বোঝায় আত্মহত্যা পর্যন্ত করছেন চাষিরা। তার মধ্যে রাজ্যে আলুর দামের পতনে আলু চাষিদের মাথায় হাত।

চলতি বছরে মোট আলু উৎপাদন হয়েছিল ৯০ লক্ষ মেট্রিক টন। যা গড় উৎপাদনের থেকে প্রায় ১০ লক্ষ মেট্রিক টন কম। মূলত সেই কারণে বাজারে সংরক্ষণের সময় আলুর দাম বেশি ছিল। এখন চাহিদা কমে যাওয়ায় বাজারের বর্তমান অবস্থা দেখে কৃষক ও সংরক্ষক উভয়ই চাইছেন সহায়ক মূল্য। অর্থাৎ রেশন এবং মিড ডে মিলে আলুর ব্যবহার। পাশাপাশি তাঁদের দাবি, আলু সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর মাস পর্যন্ত করা হোক।

সূত্র- আজকাল

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *