চাষিদের যন্ত্রণার কথা মানল না পশ্চিমবঙ্গ সরকার

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: রাজ্য জুড়ে রাস্তায় আলু ফেলে কৃষকসভার সড়ক অবরোধের পরও আলু চাষিদের জীবনযন্ত্রণা নিয়ে টনক নড়ল না রাজ্য সরকারের!

সোমবার বিধানসভায় রাজ্যের কৃষি মন্ত্রী জানিয়ে দিলেন, আলু চাষে ক্ষতির মুখে পড়ে চলতি মরশুমে একজন কৃষকও আত্মঘাতী হননি। কৃষি মন্ত্রীর থেকে এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার আরও এক সহকর্মী। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, “এখানে কোনও আলু চাষি ক্ষতিগ্রস্ত হননি। গত বছর আলুতে প্রতি কেজিতে ১৪ থেকে ১৫ টাকা দাম পেয়েছেন কৃষকরা। মাঠ থেকে জ্যোতি ৮ টাকা প্রতি কেজি এবং চন্দ্রমুখী প্রতি কেজি ১০ টাকায় বিক্রি হচ্ছে।”

প্রায় মাসখানেক ধরেই আলু চাষে দাম না পেয়ে ভয়ানক ক্ষতির মুখে পড়ে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলা মিলিয়ে ৬ জন আলু চাষি আত্মঘাতী হয়েছেন। আলু চাষিদের স্বার্থে ন্যূনতম ১০ টাকা কেজি দর দিয়ে সরকারকে আলু কেনার দাবি নিয়ে গত শনিবারই রাজ্যের ৮০টি জায়গায় সড়ক অবরোধ করে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভা।

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *