‘আলুতে কেউ গেম খেলবেন না…’, মাটিতে পড়া কাগজে লেখা ছিল একটা লাইন। তাতেই বলে দেওয়া ছিল, তাঁর জীবনের চরমতম সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ। রাজ্যে আরও এক আলু ব্যবসায়ীর রহস্যমৃত্যু। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গড়বেতা থানার আমলাগোড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ দত্ত। বুধবার রাতে বাড়ির শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, আলু চাষে ক্ষতি হওয়াতেই আত্মঘাতী হয়েছেন মনোজ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরবেতা থানার আমলাগোড়া এলাকার মনোজ দত্ত দীর্ঘদিন ধরেই আলু ব্যবসার সঙ্গে যুক্ত। এবছরও কয়েক বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তিনি।
বাজার থেকে ঋণ করে আলু চাষ করেছিলেন। কিন্তু সেভাবে দাম না পাওয়ায় প্রচুর পরিমাণ লোকসানের মুখে পড়েন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন মনোজ।
সূত্র- টিভি নাইন বাংলা
‘আলুতে কেউ গেম খেলবেন না’, একটা লাইনেই সবটা বলে ‘চলে গেলেন’ চাষি

মতামত দিন