এবার বেড়েছে আলুর ফলন। কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে উপযুক্ত দাম মিলিছে না। চাষের খরচ ওঠেনি কৃষকদের ঘরে। একজন চাষি বলেন, “যা পরিস্থিতিতে আছি, সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এখন আলুর বাজার প্যাকেটে ১৫০ টাকা। আমাদের প্রায় ১৮ হাজার টাকা বিঘেতে খরচা হয়েছে। এমনিতেই বেচা কেনা নেই। আমাদের প্রায় বিঘে প্রতি ৭ /৮ হাজার টাকা লোকসান হচ্ছে”।
আরেক কৃষকের কথায়, “সাত /আট বিঘে জমিতে আলু চাষ করেছি। প্রতি বিঘেতে ৮/৯ হাজার টাকা লোকসান হচ্ছে আমার”। এছাড়াও যে সমস্ত কৃষকরা ঋণ নিয়ে আলু চাষ করেছেন তাঁদের আশঙ্কা, ঋণ তো মিটবেই না। তাঁদের প্রশ্ন, আলু বিক্রির বাজারে এত লোকসান হলে ঋণের টাকা তাঁরা কোথা থেকে দেবেন? কৃষকদের অভিযোগ, সংকটে পাশে দাঁড়াচ্ছে না সরকার।
আলু চাষিদের এই দুর্দশায় সংগ্রামের ডাক দিয়েছে জয় কিষাণ আন্দোলন। জয় কিষাণ আন্দোলনের বাঁকুড়া জেলা সভাপতি ননী রায় বলেন, “এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী কেউ আলু চাষিদের পাশে এসে দাঁড়াননি। আপনাদের কাছে অনুরোধ , সরকারের কাছে অনুরোধ, কৃষকরা আলুতে যেন আর লোকসান না করে সেদিকে নজর দেওয়া জরুরি”।
আলুর বাজারে মন্দা, লোকসানের মুখে চাষিরা

মতামত দিন