নিজস্ব সংবাদদাতা: ঋণের চাপে আবার আত্মহত্যা আলুচাষির। মৃতদেহ ফেরত পেতে স্ত্রীকে দিয়ে মুচলেকায় লেখানো হলো ‘অবসাদে মৃত্যু’, অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে কৃষক এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে।
গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় থানার জোগার ডাঙ্গা মৌজার ভাটমৌদি গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মঘাতী কৃষকের নাম বাপ্পা দাস (৪৫)। শুক্রবার ভোর চারটা নাগাদ বাড়ির শৌচালয়ে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান তাঁর দাদা রাজু দাস। বিছানায় না দেখতে পেয়ে তাঁর স্ত্রী প্রতিমা খোঁজ নিতে গিয়ে ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানান। তখন বাড়ির লোকজন শৌচালয়ে গিয়ে দেখেন দেহ ঝুলছে।
ঋণের দায়ে আত্মঘাতী আলুচাষি

মতামত দিন