আলু চাষিদের বিভিন্ন দাবি নিয়ে কনভেনশন

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব প্রতিনিধি: কৃষকের থেকে সরকারের লাভজনক দামে আলু সংগ্রহ করা, হিমঘরে আলু সংরক্ষণে কৃষকদের অগ্রাধিকার দেওয়া, ভিন রাজ্যে ও বিদেশে আলু পাঠানোর সরকারি উদ্যোগ সহ আলু ভিত্তিক শিল্প গড়ে তোলার দাবিতে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে হুগলী জেলার পুরশুড়ায় আলুচাষি কনভেনশন করতে চলেছে সারা ভারত কৃষকসভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

হুগলী জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল আলু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এই এলাকার কৃষকরা জানান, সবেমাত্র আলু তোলা শুরু হয়েছে। প্রতিদিন আলুর দাম কমছে। এরপরে আলু তোলার কাজ পুরোদমে শুরু হলে তখন দাম আরও কমবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, চড়া দামে পাঞ্জাবের আলু বীজ, কালোবাজারির জেরে অত্যাধিক দাম নিয়ে সার কিনে আলু চাষ করতে হয়েছে। সেইসঙ্গে চাষের আনুষাঙ্গিক খরচও বেড়েছে।

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *