দীর্ঘ তিন বছর পর সংযুক্ত কিষান মোর্চার দিল্লি পদযাত্রা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 2

নিজস্ব সংবাদদাতা: সংযুক্ত কিষান মোর্চার তরফ থেকে ২০ মার্চ ২০২৩ দিল্লিতে অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। সমাবেশের কর্মসূচি শুরু হবে সকাল ১০ টা থেকে, চলবে বিকেল ৩:৩০ টে পর্যন্ত। দীর্ঘ আলোচনার পর মিলেছে পুলিশি অনুমতি, এমনটাই জানিয়েছেন সংযুক্ত কিষান মোর্চা নেতৃত্ব।

কৃষিক্ষেত্রকে কেন্দ্রের কর্পোরেট লুটের হাত থেকে রক্ষা করার দাবিতেই সংঘবদ্ধ আন্দোলনে নামছেন কিষান মোর্চার নেতৃবৃন্দ ও জমি বন্ধক ও ঋণে জর্জরিত কৃষক সমাজ।

সংগঠনের তরফ থেকে বেশ কয়েকটি দাবি প্রাকাশ করা হয়েছে। জানানো হয়েছে, হতাশাগ্রস্ত কৃষকরা ঐক্যবদ্ধ হবেন রামলীলা ময়দানে নিজেদের দাবি নিয়ে। তাঁরা দাবি করেছেন, এমএসপির সম্পূর্ণ মূল্যের ৫০% খরচ দিতে হবে, এছাড়া খারিজ করতে হবে কৃষকদের উপর লাগু করা সমস্ত ঋণ।

কৃষিকার্যে কর্পোরেট ও এমএনসির দখলদারি, কৃষি প্রক্রিয়াকরণে এমএনসি ও কর্পোরেট আধিপত্য,খাদ্য সরবরাহ পরিষেবায় এমএনসি ও কর্পোরেটের দখলদারি তাঁরা মানবেন না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

তাঁরা জানিয়েছেন, কৃষি কার্যের স্বার্থে বিনামূল্যে বিদ্যুতের পাশাপাশি ৩০০ ইউনিট গার্হস্থ্য বিদ্যুৎ দিতে হবে। কৃষকদের ৫০০০ টাকা পেনশনের দাবিও যুক্ত আছে এই তালিকায়। কৃষি জমিতে পুঁজির লগ্নির ক্ষেত্রে বিদেশি পুঁজিপতিদের অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়েছেন তাঁরা। এছাড়াও দাবি উঠেছে কৃষক আন্দোলনের সময় কৃষকদের উপর লাগু হওয়া সমস্ত মামলা তুলে নিতে হবে কেন্দ্রকে।

এই সমাবেশে ১১ টি রাজ্য থেকে হাজার হাজার এআইকেএস’র সদস্যদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী ২০ মার্চ দিল্লির রামলীলা ময়দানে ব্যাপক জমায়েত আশা করছেন কিষান সংযুক্ত মোর্চার নেতৃবৃন্দ।

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *