পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক আরো কৃষক। তাঁর নাম কার্নাইল সিং (৬৫)। এর আগে আন্দোলনরত আরও এক কৃষকের মৃত্যু হয়েছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের বাড়ির সামনে অনির্দিষ্টকালীন অবস্থান করছেন কৃষকেরা। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, যতক্ষণ না তাঁদের দাবি পূরণ হচ্ছে এবং মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়া হচ্ছে, ততক্ষণ অবস্থান বিক্ষোভ প্রত্যাহার তো দূরের কথা মৃত কৃষকের অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করা হবে না।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর এই অবস্থান বিক্ষোভ চলাকালীন আরেক কৃষক সাপের কামড়ে মারা যান। ভারতীয় কিষাণ ইউনিয়ন (উগ্রাহান)-এর রাজ্য প্রেস সচিব জগতার কালাঝার বলেন যে পাঞ্জাব সরকার এই আন্দোলনরত কৃষকদের মৃত্যুর জন্য দায়ী। রাজ্য সরকারকে আমাদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঋণ মুকুব এবং মৃত কৃষকদের পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। এই দাবি মানা হলে তবেই মৃত কৃষকদের দেহ সৎকার করা হবে বলে জানান তিনি।
সূত্র- দ্য ট্রিবিউন
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আরো এক কৃষকের মৃত্যু!

মতামত দিন