হরিয়ানার পালবাল গ্রামের বাসিন্দারা এবং কৃষক প্রতিনিধিরা নির্মাণাধীন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একটি সংযোগকারী রাস্তা নির্মাণের দাবিতে অনশন করে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে একটি জায়গায় ১ জানুয়ারি থেকে ধর্না শুরু হয়েছিল। এ প্রসঙ্গে হরিয়ানার কৃষক আন্দোলনের নেতা রবি আজাদ রবিবার একটি বিশাল জনসভায় বক্তব্য রাখার সময় বলেন, “প্রায় ২১ দিন আন্দোলনের বয়স হল। কিন্তু হরিয়ানা সরকার আমাদের দাবি শুনছে না। রাজ্য সরকার আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে। জমি কৃষকদের। যুবক ও শিশুদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের জীবন দিতে হলে আমরা তৈরি আছি”। এদিনের সমাবেশ থেকে রবি আজাদ তীব্র আক্রমণ করেন হরিয়ানার রাজ্য সরকারকে। তাঁর সাফ কথা, কৃষকদের দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র করবেন।