চাষির বিরুদ্ধে ধানের অবশিষ্টাংশ পোড়ানোর মিথ্যে অভিযোগ আনল পাঞ্জাব প্রশাসন

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

মঙ্গলবার পাঞ্জাবের লুধিয়ানা জেলার রাচ্চিন গ্রামের এক ধান চাষির বিরুদ্ধে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ করলেন রাজস্ব আধিকারিকেরা। যদিও ধান কাটার মতো অবস্থায় আসেনি ,তবু ঐ ধান চাষি তাঁর ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দিয়েছেন, এই অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়।

প্রসঙ্গত পাঞ্জাব-হরিয়ানার কৃষকেরা তাঁদের ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের পরিবেশ দূষিত হয় বলে অনেকদিন ধরে মিডিয়ায় তোলপাড় হচ্ছে। সম্প্রতি ফসলের বর্জ্য পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চাষিদের দাবি, রাজস্ব বিভাগের এই অভিযোগের ফলে তাঁদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। হয়রানির শিকার হয়েছেন তাঁরা। রাইকোটের মহকুমা শাসক বলেন যে, সাধারণত উপগ্রহ চিত্রের মাধ্যমে পাঠানো ছবির পরেও আধিকারিকরা সশরীরে সেই জায়গায় গিয়ে দেখে বিজ্ঞপ্তি জারি করেন। এমনকি যদি কিছু অসাবধানতায় পাঠানো হয়, তবে মনোনীত আধিকারিকরা সত্যতা যাচাই করার পরে প্রকৃত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

ধান চাষি পরদীপ সিং বলেন, “একজন কৃষি আধিকারিককে আমাদের ক্ষেতে পরিদর্শন করতে দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। আমরা কেন ফসলের বর্জ্য পোড়াচ্ছি তার ব্যাখ্যা তিনি করতে বলেন”। ঐ গ্রামের চাষিদের বক্তব্য অনুযায়ী তাঁরা সাম্প্রতিক অতীতে কখনই ফসলের বর্জ্য পোড়াননি।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *