বাঁকুড়ার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি গ্রামে সেচ খালের তরফ থেকে ছাড়া হল জল। আর তার জেরেই তলিয়ে গেল পঞ্চাশ বিঘা কৃষিজমি।
জানা গেছে, ইতিমধ্যেই জমিতে ধান কাটার সময় হয়ে গেছিল। ঠিক এই সময়ে প্লাবিত হয়ে জলের তলায় তলিয়ে যায় কৃষকদের জমি। এই ঘটনায় দুর্দশার মুখে পড়েছে কৃষকরা। পাশাপাশি তাঁদের আশঙ্কা, আলু চাষেরও যথেষ্ট ক্ষতি হতে পারে। ঘটনাটি নিয়ে সোনামুখী ব্লকের বিডিও দেবলীনা সর্দার ব্লক কৃষি আধিকারিককে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
সূত্র- টিভি নাইন বাংলা
সেচের জলে তলিয়ে গেল পঞ্চাশ বিঘা জমি, চিন্তায় কৃষকরা

মতামত দিন