ওয়াইএসআরসিপি শাসনে ১৬৭৩ কৃষকের আত্মহত্যা, অভিযোগ বামেদের

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

অন্ধ্রপ্রদেশে কৃষক আত্মহত্যার জন্য ওয়াইএসআর কংগ্রেস পার্টিকে দায়ী করল সিপিআই। সোমবার ১৯ ডিসেম্বর তাঁরা সংবাদ মাধ্যমে ঘোষণা করেন, এই দল ক্ষমতায় আসার পর থেকে ১,৬৭৩ জন কৃষক আত্মহত্যা করে মারা গেছেন।

তাঁরা দাবি করেন, ২৬টি জেলা জুড়ে রাজ্যে অতিরিক্ত বৃষ্টি এবং জাল বীজের কারণে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে। যার ফলে কৃষকরা দুর্দশার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাঁরা রাজ্যব্যাপী আন্দোলনের পরিকল্পনার অংশ হিসাবে অনন্তপুরে ‘চলো কালেক্টরেট’ কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচিতে এলাকার নেতারা ক্ষতিগ্রস্থ তুলা, চিনাবাদাম, আখ, ডালিম, ধান এবং হলুদ গাছ নিয়ে কালেক্টরের অফিসে যান। তাঁরা বলেন, জাল বীজ, অতিবৃষ্টি, ও ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে কৃষকদের দাবি রাজ্য সরকারকে মানতে হবে।

আন্দোলন চলাকালীন সিপিআই রাজ্য সম্পাদক কে. রামকৃষ্ণ, পার্টি নেতা ডি. জগদীশ এবং সি. জাফর এবং অন্যান্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পরেরদিন ব্যক্তিগত মুচলেকার বিনিময়ে তাঁদের মুক্তি দেওয়া হয়। কে. রামকৃষ্ণ জানান, আগামী ২১ ডিসেম্বর তাঁরা নান্দিয়ালে বিক্ষোভ করবেন।


সূত্র- দ্য ওয়্যার

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *