নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের ‘কৃষক বিরোধী’ নীতির ফলে কৃষকরা বিপাকে পড়ছেন এ কথা সর্বজনবিদিত। আমাদের রাজ্যেও কৃষক বিরোধী অবস্থান নিচ্ছে তৃণমূল সরকার। পুরুলিয়ায় কাশীপুরের কালীদহ অঞ্চলের মনঝুপড়া গ্রামের আদিত্য বাউরি এবং মধুসূদন বাউড়ি বাম আমলে জমির পাট্টা পেয়েছিলেন। সেই জমিতেই তাঁরা চাষ করতেন। পরিবর্তনের পর তাঁদের উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। বিভিন্নভাবে তাঁদের প্রাপ্য ফসল থেকে বঞ্চিত করা হচ্ছিল। ওঁরা যাতে বর্গা জমি ছেড়ে দেন তার জন্য বিভিন্নভাবে হুমকি এবং চাপ দেওয়া হচ্ছিল। এ বছরও তাঁদের ধান কাটতে বাধা দেওয়া হয়। এমতাবস্থায় সারা ভারত কৃষক সভা ঐ দুই বর্গাদারের পাশে দাঁড়াল। মঙ্গলবার সারা ভারত কৃষক সভার কালীদহ অঞ্চল কমিটির উদ্যোগে ঐ দুই বর্গাদারের সঙ্গে থেকে মাঠের পাকা ধান কাটা হল। এই গোটা ঘটনায় গণেশ মাহাতো, পরিমল মণ্ডল, শীতল সরকার-সহ অন্যান্য নেতৃবৃন্দ বর্গাদারদের পাশে ছিলেন।