নিজস্ব সংবাদদাতা: আলু ও পেঁয়াজের দাম নেই। শনি বিপর্যয় নেমে এসেছে গ্রামে। সংরক্ষণের সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শুক্রবার হুগলী জেলা কৃষক সমিতির উদ্যোগে জেলা প্রশাসনের তি কাছে ডেপুটেশন দেওয়া হয়।
নেতৃবৃন্দ দাবি করেন- আলুর কুইন্টাল প্রতি দাম কমপক্ষে ১০০০ টাকা নিশ্চিত করতে হবে। হিমঘরে আলু সংরক্ষণে বস্তাপ্রতি (৫০ কেজি) ভাড়া কমাতে হবে। কৃষকদের স্বার্থে উদ্বৃত্ত আলু ভিনরাজ্যে ও বিদেশে পাঠাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। পেঁয়াজের লাভজনক দাম নির্ধারণ ও পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জেলা সভাপতি ভক্তরাম পান, সম্পাদক স্নেহাশিস রায় প্রমুখ। প্রতিনিধি দল এডিএম (জেলা পরিষদ) ও জেলা সহ কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশন দেন।
আলু-পেঁয়াজের দাম নেই, বিপর্যয় রুখতে ব্যবস্থা গ্রহণের দাবি

মতামত দিন