নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকার ও এলাকার কৃষকদের কাছ থেকে নেওয়া জমি কেন্দ্রীয় সংস্থা এনটিপিসি বলপূর্বক অধিগ্রহণ করেছিল শিল্পের তাগিদে। জল, পরিবহণ, কয়লা সহ সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও ১০০০০ কোটির এই তাপবিদ্যুৎ কেন্দ্র করার সিদ্ধান্ত বাতিল করে জমি ফেরত দেওয়ার কাজ শুরু করেছে ইতিমধ্যেই। কিন্তু প্রশ্ন হল দোফসলি ১০০ একর জমিতে আর কি চাষ করা সম্ভব? দেড় দশক ওই জমিতে কোন চাষ হয়নি।
এনটিপিসির টালবাহানায় ক্ষুব্ধ এলাকার জমি দাতারা। প্রথমত আজীবন চাষ করে আসা কৃষক পরিবারগুলো জমি দিতেই চাইনি। তারপর কর্মসংস্থানের আশায় যদি বা জমি দিয়েছিল এখন এনটিপিসি সেই জমি চাষের অযোগ্য অবস্থায় ফেরত দিচ্ছে। সুতরাং কাটোয়ার এই গ্রামবাসীদের অবস্থা এখন খুবই সংকটজনক। না হল কর্মসংস্থান না করা যাবে চাষ।
কোসি গ্রামের দেবপ্রসাদ চ্যাটার্জী দেবকুণ্ড, প্রশান্ত ঘোষরা জানিয়েছেন পূর্বপুরুষের জমি দিতে তাঁদের খুবই কষ্ট হয়েছে কিন্তু শিল্প হবে কর্মসংস্থান হবে এলাকার উন্নতি হবে জেনেই উর্বর দোফসলি জমি অনিচ্ছা সত্ত্বেও দিয়েছিলেন। তাঁদের দাবি, অন্তত রাজ্য সরকার এখানে একটা শিল্প গড়ুক তাহলেই এলাকাবাসীর স্বপ্নপূরণ হওয়া সম্ভব।
চাষের অযোগ্য অবস্থায় অধিগৃহীত জমি ফেরত দিল এনটিপিসি

মতামত দিন