বৃহস্পতিবার উত্তরপ্রদেশের দাদরির কৃষকদের থেকে কেড়ে নেওয়া জমির জন্য কোনো বর্ধিত ক্ষতিপূরণ দিতে অস্বীকার করল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, দাদরি। গত কয়েক সপ্তাহ ধরে এনটিপিসি দাদরি প্রকল্প সাইটের কাছাকাছি ভারতীয় কিষাণ পরিষদের নেতৃত্বে ২৪টি গ্রামের কৃষকরা ১৯৭০ সালের প্রথম দিকে তাপবিদ্যুৎ কর্পোরেশন দ্বারা অধিগ্রহণ করা জমির বর্ধিত ক্ষতিপূরণের পাশাপাশি অন্যান্য দাবিতে প্ল্যান্টের বাইরে এবং রসুলপুর গ্রামেও বিক্ষোভে বসেছিলেন।
জমি অধিগ্রহনের সময় যে যে প্রতিশ্রুতি দিয়েছিল এনটিপিসি কর্তৃপক্ষ তার কোনোটিই তারা পূরণ করেনি, তাই এই আন্দোলন বলে জানান ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্য প্রবীণ চৌহান। এনটিপিসি, দাদরির পক্ষ থেকে জানানো হয়েছে যে জমির ক্ষতিপূরণ বাড়ানো বা কৃষক পরিবারকে কর্মসংস্থান দেওয়ার সম্ভাবনা নেই। বিকেপি’র পক্ষ থেকে জানানো হয়েছে তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
এনটিপিসি দাদরির কৃষকদের অধিগৃহীত জমির বর্ধিত ক্ষতিপূরণ দিতে অস্বীকার

মতামত দিন