নিজস্ব সংবাদদাতা: খাল সংস্কার না হওয়ার কারণে আট গ্রামের প্রায় ৬০০ একর জমিতে চাষ বন্ধ। কোনও ভ্রূক্ষেপ নেই প্রশাসনের, এমনি অভিযোগ। বাধ্য হয়েই এই আট গ্রামের কৃষকরা বুধবার কামারদা বাজার এলাকায় ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নন্দকুমার ব্লকের। কালিকাখালির অন্তরগত কামারদা থেকে পুয়াদা পর্যন্ত খালটি দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে এলাকায় চাষের সমস্যা হচ্ছে। অভিযোগ, খালের পাড়ে একাধিক বেআইনি নির্মাণের কারণে জোয়ারের জল আসতে পারছে না। ফলে চাষের কাজও বন্ধ।
এলাকার বেশ কিছু গাছও কেটে ফেলেছে প্রশাসন। কেন গাছ কাটা হয়েছে কারণ জানতে চাইলে সদুত্তর পাওয়া যায়নি পঞ্চায়েতের তরফ থেকে।
সেচের জল নেই, রাস্তা অবরোধ কৃষকদের

মতামত দিন