নিজস্ব সংবাদদাতা: পানীয় জলের সঙ্কটে ভুগছে আদিবাসী অধ্যুষিত দাড়িরজঙ্গল ও খুলনা গ্রাম। বৃহস্পতিবার সেখানে যান সন্দেশখালির সিপিআই(এম) নেতা নিরাপদ সর্দার, সুভাষ সর্দার, বিলাস বর্মণ প্রমুখ। তাঁদের কাছে দুই গ্রামের বাসিন্দারা জানান, বাড়ি বাড়ি জলের সংযোগ থাকতেও জল পাচ্ছেন না সন্দেশখালি ২ নম্বর ব্লকের কলাগাছি নদীর পাড়ে দাড়িরজঙ্গল, নস্করপাড়া, খুলনা, হাটগাছা, আশ্রমপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। এলাকার টিউবয়েলগুলি বিকল হয়ে আছে দীর্ঘদিন। যে সমস্ত কংক্রিটের নলবাহিত কল ছিল, সেগুলিও বিকল। বাড়ছে পানীয় জলের জন্য হা হুতাশ।
চৈত্রের শুরু থেকেই তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করেছে। এলাকার পুকুরগুলির জল শুকাতে শুরু করেছে। বৃষ্টি না হলে বৈশাখে একটিও পুকুরে জল থাকবে না। শুকিয়ে যাবে দুই গ্রাম সংলগ্ন দুটি টিউবওয়েলও। চাষের ক্ষেত্রেও চাষিদের মাথায় হাত। জল না থাকলে সেচের কাজ করা যাচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।
পানীয় জল নেই, সেচের কাজেও ভুগছেন কলাগাছির মানুষ

মতামত দিন