নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার ছোটবেলু বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে সিপিআই(এম) বৈদ্যবাটি-শেওড়াফুলি এরিয়া কমিটির উদ্যোগে এক সভা হয়। মুখ্য আলোচক ছিলেন পার্টির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ।
তিনি বলেন,অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে গ্রামে। সঙ্কট হচ্ছে কাজের। কাজের হাহাকার দেখা দিয়েছে সর্বত্র। শিক্ষিত বেকারদের হাহাকার। কৃষকের ফসলের দাম নেই। হুগলী জেলার অর্থকরী ফসল পেঁয়াজ, আলুর দর নেই। তাই বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক। আত্মহত্যা করছেন কৃষকেরা। একদিকে তৃণমূলের লাগামহীন দুর্নীতি আর অন্যদিকে বিজেপির কৃষক-মারা যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করা কর্পোরেট তোষণকারী নীতি— এই দুইয়ের প্রভাবে জর্জরিত গ্রামাঞ্চলের মানুষ। ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ। লাগামহীন বিভাজনের মাধ্যমে মেরুকরণ তৈরি হয়েছে রাজ্যে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুর্নীতির বিরোধিতা যেমন ইস্যু তেমনি আমাদের লড়াইয়ের প্রধান ইস্যু তৃণমূল ও বিজেপির বিভাজনের রাজনীতিকে ভেঙে দেওয়া। পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতির ঠাঁই নেই। উপস্থিত ছিলেন পার্টিনেতা দীপ্তি চ্যাটার্জি, নবনীতা চক্রবর্তী প্রমুখ। সভা পরিচালনা করেন চণ্ডীদাস ভট্টাচার্য।
ফসলের দাম নেই, অর্থনৈতিক সঙ্কট গ্রামে

মতামত দিন