অজানা জন্তুর হামলায় ক্ষতিগ্রস্ত সর্ষে চাষিরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

অজানা জন্তুর আক্রমণে দুর্দশার শিকার হলেন সর্ষে চাষিরা। ঘটনার কেন্দ্রস্থল চাঁচল ১ ব্লকের খানপুর-হুলাসপুর মৌজার দ্বিফসলি মাঠ। এই অজানা জন্তুর হাত থেকে নিজেদের জমিকে রক্ষা করার জন্য ওই জন্তুকে জালে ফেলার দাবি নিয়ে ব্লক আধিকারিকের কাছে অভিযোগ জানালেন কৃষকরা।

দিঘাবসতপুর এলাকার কৃষক চাষি জাহাঙ্গীর আলম বলেন, এমনভাবে সর্ষে ক্ষেত ধ্বংসাত্মক অবস্থায় পরিণত হয়েছে, মনে হবে এটা কোনো মানুষের কাজ। কিন্তু আসলে এটা কোনো অজানা জন্তুর কাজ। তাঁরা স্বচক্ষে তা দেখেছেন।

স্থানীয় কৃষকরা জানান, তাঁরা ঋণ নিয়ে জমি চাষ করেন। এই অবস্থায় তাঁরা কীভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে তাঁরা খুবই চিন্তিত। ওই এলাকায় ১০০ হেক্টর জমির মধ্যে প্রায় ৬০ হেক্টর জমিতে সর্ষে চাষ করা হয়। ফলে বিশাল সংখ্যক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ওই ব্লকের সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন, তাঁরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। যত শীঘ্রই সম্ভব ওই জন্তুকে জালে ধরা হবে।

উল্লেখ্য, সরকার জল-জঙ্গল-জমি কেড়ে নিয়ে গরিব মানুষের সঙ্গে বহু পশুপাখিদেরও উচ্ছেদ করেছে। আর তার ফলে বাসস্থান ও খাদ্যের অভাবে বার বার এভাবে বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে। জন্তুদের আনাগোনায় চাষিদের ফসল নষ্টের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু প্রশাসনের উদাসীনতায় আরও একবার চাষিদের শ্রমার্জিত ফসল নষ্ট হল।

সূত্র- উত্তরবঙ্গ সংবাদ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *