মুর্শিদাবাদে আলুর দাম হ্রাস পাওয়ায় বিপাকের মুখে পড়েছেন সেখানকার কৃষকরা। তাঁরা জানান, আলুর দাম এতটাই কমে গিয়েছে যে লাভের আশা তো দূর, উৎপাদনের খরচটুকু উঠলেও অনেক। বহরমপুরের কৃষকরা প্রতি বিঘায় লোকসানের সম্মুখীন হচ্ছেন।
তাঁরা জানান, মরসুমের শুরুতে তাঁরা ৬৩০ টাকায় আলুর বস্তা বিক্রি করেছেন। কিন্তু সম্প্রতি আলুর দাম কমতে কমতে ৩০২ টাকায় বস্তা বিক্রি হয়েছে। উৎপাদন করতে প্রতি বিঘায় ১৮-২০ হাজার টাকা খরচ হলেও বিক্রি করে সর্বসাকুল্যে ১৮ হাজার টাকা আয় হচ্ছে। দিন দিন সার ও অন্যান্য উপাদানের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে পরবর্তীকালে উৎপাদনের খরচটুকুও উঠবে না বলে আশঙ্কা কৃষকদের।
সরকার এমএসপি আইন প্রণয়ন না করায় কৃষকরা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সিঙ্গুর-নন্দীগ্রামের কর্পোরেট বিরোধী কৃষক আন্দোলনকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা কৃষকদের পাশে দাঁড়াচ্ছে না বলেই অভিযোগ করছেন চাষিরা।
সূত্র- এই সময়
নতুন আলুর দাম কমে যাওয়ায় বিপাকে চাষিরা

মতামত দিন