পাঞ্জাবে নানা সমস্যা নিয়ে বারবার বিক্ষোভে নামছেন কৃষকরা। জিরার একটি মদের কারখানার বাইরে দীর্ঘ পাঁচ মাস ধরে চাষিরা বিক্ষোভ করছেন। তাঁদের দাবি এই কারখানা ভূগর্ভস্থ জলকে দূষিত করছে। এই ঘটনায় পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয়। যার ফলে ছয়জন কৃষক আহত হন।
কিছুদিন আগে ১৬ জনের একটি দল কৃষকদের সঙ্গে বিপুল পরিমান অর্থের প্রতারণা করে। এই প্রতারণার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় সরকারের নিষ্ক্রিয় ভূমিকা পালনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানার বাইরে বিক্ষোভ করেন কৃষকরা।
অপরদিকে ফিরোজপুরে বাথিন্দা-ভিত্তিক একটি অভিবাসন সংস্থা একটি পরিবারের সঙ্গে প্রায় ১৯.৫০ লক্ষ টাকার প্রতারণা করে। এই ঘটনার বিচারের দাবিতে অজিত রোড এলাকায় অভিবাসন সংস্থার অফিসের বাইরে বিক্ষোভ দেখান কৃষকরা।
চলতি বছরের প্রথম দিকে ভাটিন্ডায় অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বহু কৃষক বিক্ষোভ করেছিলেন। তাঁরা এই প্রকল্প প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করেন।এছাড়া নিজেদের দাবিপূরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছেন কৃষকরা।
কয়েকজন কৃষক নেতা জানান, সরকার বিদ্যুৎ ক্ষেত্রকে কর্পোরেট হাউসের হাতে তুলে দিতে চায়। কৃষক নেতা শিঙ্গারা সিং মান বলেন, তাঁরা ন্যায়বিচারের জন্য লড়াই করছেন। তাঁরা পুঁজিবাদী শক্তি, কর্পোরেট হাউস এবং বিশ্ব বাণিজ্য নীতির বিরুদ্ধে এই লড়াই বজায় রাখবেন।
সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া
কৃষক আন্দোলনে নজির গড়ছে পাঞ্জাব

মতামত দিন