কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরোধীতায় গোটা দেশ জুড়ে সরব হয়েছেন কৃষকেরা তারই ফলস্বরূপ গত মঙ্গলবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করল কেন্দ্র। সূত্রের খবর, সরষেতে ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৪০০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও, মসুর ডালের মূল্য বেড়েছে প্রতি কুইন্টাল ৫০০ টাকা এবং পাটের মূল্য বেড়েছে প্রতি কুইন্টাল ১১০ টাকা। সোমবারে কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি যোজনার ১২তম কিস্তিও পাঠাতে বাধ্য হয়েছে মোদী সরকার।
২০২৩-২৪ আর্থিক বছরের জন্য এই ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কেন্দ্র খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াতে গ্রিন সিগন্যাল দিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রীসভা ২০২২-২৩ শস্য বছরের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১০০ টাকা বাড়িয়ে ২০৪০ টাকা কুইন্টাল করেছিল। কৃষক আন্দোলনের ফলে চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল মোদি সরকার বলে মনে করা হচ্ছে ।
সূত্র- এই সময়
কৃষকদের দাবি মানতে বাধ্য হল কেন্দ্র, বাড়ল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য

মতামত দিন