হরিয়ানার কৃষকেরা বাজরার জন্যে এমএসপি পাচ্ছেন না, অভিযোগ কংগ্রেসের

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

হরিয়ানার কৃষকেরা বাজরার জন্য ন্যূনতম বিক্রয় মূল্য বা এমএসপি পাচ্ছেন না বলে অভিযোগ করল হরিয়ানা প্রদেশ কংগ্রেস। বুধবার হরিয়ানার বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা অভিযোগ করেন, ” প্রতি কুইন্টাল বাজরা পিছু কৃষকের পাওয়ার কথা ২,৩৫০ টাকা। কিন্তু ১৭০০ থেকে ১৮০০ টাকা প্রতি কুইন্টাল দরে কৃষকরা বাধ্য হচ্ছেন বাজরা বিক্রি করতে।” তিনি আরও জানিয়েছেন, গত মরশুমে প্রায় অর্ধেক দামে বাজরা বিক্রি হয়েছে। হরিয়ানা সরকার কৃষকেদের প্রতি দায়িত্ব পালন করছে না। সরকারি প্রতিশ্রুতি কার্যত ফাঁপা বুলি হয়ে থাকছে বলেও হরিয়ানার বিরোধী দলনেতার অভিযোগ।

সূত্র- লেটেস্টলি

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *