সারের জোগান কম থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে – এই অভিযোগে শুক্রবার মধ্যপ্রদেশের আগারে ইন্দোর-কোটা জাতীয় সড়ক অবরোধ করলেন কৃষকেরা৷
প্রতিবাদী কৃষকেরা দাবি করেন যে ওই অঞ্চলে সারের জোগান কম ছিল এবং সরকারি অধিকর্তাদের সে ব্যাপারে কোনও নজর ছিল না।
এই অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ বাহিনী এবং প্রশাসনিক কর্তারা৷ তহসিলদার সঞ্জীব সাক্সেনা ও কৃষি দফতরের সহ-অধিকর্তা ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের ব্যাপারে কৃষকদের আশ্বস্ত করেন৷ সারের জন্যে টোকেনও বিলি করা হয়৷ এরপরেই কয়েক ঘণ্টার অবরোধ প্রত্যাহার করে নেন কৃষকেরা।
সূত্র- দ্য ফ্রি প্রেস জার্নাল
সারের জোগান কম, ইন্দোর-কোটা জাতীয় সড়ক অবরোধ করে চাষিদের বিক্ষোভ

মতামত দিন