নিজস্ব সংবাদদাতা: দিল্লির পথে লক্ষাধিক কৃষক। সংযুক্ত কিষাণ মোর্চা রবিবার জানিয়েছে, সোমবার দিল্লির রামলীলা ময়দানে কিষাণ মহাপঞ্চায়েত হতে চলেছে। সেখানে অংশ নিতেই কৃষকরা দিল্লি যাচ্ছেন। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আগেই জানানো হয়েছিল কৃষিপণ্যের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টির জন্যই কিষাণ মহাপঞ্চায়েত হতে চলেছে।
এদিন এক বিবৃতিতে সংযুক্ত কিষাণ মোর্চা বলেছে, ২০ মার্চ দিল্লিতে কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লক্ষ লক্ষ কৃষক দিল্লির দিকে যাচ্ছেন। সংযুক্ত কিষাণ মোর্চার নেতা দর্শন পাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ২০২১-এর ৯ ডিসেম্বর কেন্দ্রের দেওয়া লিখিত আশ্বাস পূরণ করতে হবে। এছাড়াও কৃষকদের ক্রমবর্ধমান সংকট প্রশমিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও দাবি করেছেন তিনি।
কিষাণ মহাপঞ্চায়েত! দিল্লিতে কৃষকদের মহাপ্লাবন

মতামত দিন