জয় কিষাণ ডেস্ক
মানেসর, হরিয়ানা: ২০০৬-১১ সালের পশ্চিমবঙ্গের সিঙ্গু-নন্দীগ্রামের জমি-অধিগ্রহণ বিরোধী আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে হরিয়ানা। সেখানকার প্রায় ১৮১০ একর জমি-অধিগ্রহণের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন হাজার হাজার কৃষিজীবী মানুষ।
গত বুধবার মানেসরে হাজার হাজার রাজিব চকে জমায়েত হয়ে ছোট সচিবালয়ের সামনে নিজেদের প্রতিবাদী মিছিলকে এগিয়ে নিয়ে যান। ডেপুটি কমিশনার নিশান্তকুমার যাদবের কাছে জমি অধিগ্রহণের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়ার সময় তাঁদের সম্মিলিত গর্জন, “বাজার মূল্যে উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে জমি অধিগ্রহন করা হলে গণ-আত্মহত্যা করবে রাজ্যের কৃষক। কৃষকের জমি কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, আমাদের গণ-আত্মহত্যার অনুমতি দিন”। সংবাদ সংস্থা পিটিআইকে সূত্রে এমন খবরই প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গণ-মাধ্যম।

প্রায় ৭০ দিন ধরে হরিয়ানার কৃষকেরা এই আন্দোলন চালাচ্ছেন। কিষাণ সমিতির সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন হরিয়ানার শাসক দল বিজেপি ও জেজেপির প্রতিনিধিদের বয়কট করা হবে। এই রাজ্যের ২৫টি গ্রামে শাসক শিবিরের নেতা ও ক্যাডারদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছেন কৃষকেরা।
বুধবার, ডেপুটি কমিশনার প্রতিবাদী কৃষকদের জানান যে তাঁদের দাবির কথা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এরপরেই কৃষকেরা ফের মানাসরে ফিরে যান। এর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চাইলে তাঁর সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন আন্দোলনরত কৃষকেরা।

সূত্র- NDTV
ইংরেজিতে বিশদে পড়তে লিঙ্কটিতে ক্লিক করুন.
(click the link to read more)