নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের তিনটি কালা কৃষি কানুন প্রত্যাহারের দাবি নিয়ে কৃষকরা আন্দোলন করেন দিল্লিতে। ঐতিহাসিক কৃষক আন্দোলন চলে ১ বছরের বেশি সময় জুড়ে। এই সময়কালের মধ্যে আন্দোলনে যোগ দিয়ে ৭৩৪ জন কৃষক আত্মবলিদান দেন। ২০২১ সালের ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মার্চের দিন ট্রাক্টর উল্টে প্রতিবাদী কৃষক নভরীত সিং হুন্ডাল শহিদ হন।
জীবন উৎসর্গকারী নভরীত সিং হুন্ডাল-সহ, ২০২০-২০২১ সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনে প্রাণ দেওয়া সকল শহিদ কৃষকদের প্রতি আগামী ২৬ জানুয়ারি ২০২৩ তারিখে শ্রদ্ধার সঙ্গে সম্মানজ্ঞাপন করবে সংযুক্ত কিষাণ মোর্চার সমস্ত রাজ্য ইউনিট এবং অধিভুক্ত সংগঠনগুলি।
শহিদ কৃষকদের শ্রদ্ধা জানাবে সংযুক্ত কিষাণ মোর্চা

মতামত দিন