ক্ষতিপূরণের দাবিতে মানেসরে ১৮ সেপ্টেম্বর দিনভর কৃষক বিক্ষোভ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

হরিয়ানার মানেসরে ১৮১০ একর জমি অধিগ্রহণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর দিনভর বিক্ষোভ প্রদর্শন, রাস্তা অবরোধ-সহ নানা কায়দায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিল কৃষক মহাপঞ্চায়েত। মঙ্গলবার জমির মালিক কৃষক ও জমির লিজ নিয়ে চাষ করা কৃষক — উভয় শ্রেণীর চাষিরাই যৌথভাবে মহাপঞ্চায়েত থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, জমি অধিগ্রহণের বদলে রাজ্য সরকারকে বাজারমূল্য অনুযায়ী একর প্রতি ১৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মানেসর-সহ হরিয়ানার বিভিন্ন জায়গায় শাসক বিজেপি ও জেজেপিকে বয়কট করার ডাক দিয়েছেন।

সূত্র- হিন্দুস্তান টাইমস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *