গোয়ার মারগাওতে ময়না লেকের তীরে প্রস্তাবিত সারি ভিলা ক্লাবহাউস প্রকল্পের প্রতিবাদে মঙ্গলবার ময়না-কুরটোরিমের প্রায় ৩০০ জন কৃষক এবং স্থানীয় বাসিন্দারা কুর্তোরিম গ্রাম পঞ্চায়েতের অফিসে বিক্ষোভ করেন। পঞ্চায়েত ভবনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা প্রকল্পের এনওসি প্রত্যাহার না করা পর্যন্ত পঞ্চায়েতের প্রাঙ্গণ ছেড়ে না যাওয়ার হুঁশিয়ারি দেন।
কৃষকদের অভিযোগ, এই ভবন নির্মিত হলে তাদের গ্রামের পরিবেশ বিপন্ন হবে। এছাড়া রিয়েল এস্টেট প্রকল্পটি জলাশয়ের খুব কাছাকাছি পরিকল্পনা করার ফলে ভিলা থেকে ময়না লেকে বর্জ্য নিষ্কাশন করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন কৃষকরা। মিছিলে অংশগ্রহণকারী কৃষকরা জানান যে লেকটি একটি জলাধার হিসেবে কাজ করে যা সোলবেম এডির কৃষকরা চাষাবাদ ও কৃষিকাজে ব্যবহার করেন।
সূত্র- হেরাল্ড গোয়া
গোয়াতে বিলাসবহুল ভবন নির্মাণের বিরুদ্ধে চাষিদের বিক্ষোভ

মতামত দিন