মহারাষ্ট্রে সরকারি বিমা সংস্থার থেকে কৃষকদের প্রাপ্য ক্ষতিপূরণ বকেয়া

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

মহারাষ্ট্রের সরকারি বিমা সংস্থা থেকে সর্বমোট ৫১৬.৩৪ কোটি টাকা কৃষকদের প্রাপ্য ক্ষতিপূরণ বাবদ বকেয়া রয়েছে। সারা দেশের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের কৃষকদের অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে। অথচ বিজেপি শাসিত রাজ্য সরকার এখনও উদাসীন। কেন্দ্র-রাজ্য উভয়ের জাঁতাকলে পড়ে কৃষকদের নাভিশ্বাস উঠেছে।

মহারাষ্ট্রে চলতি বছরে কখনও ভারী বৃষ্টি কখনও অনাবৃষ্টির ফলে কৃষকরা ফসল চাষে বিপুল ক্ষতির সম্মুখীন হন। অনুসন্ধান করে দেখা যায়, দুটি সরকারি বিমা কোম্পানি থেকে কৃষকদের ৩১৫.২৫ কোটি টাকা পাওনা রয়েছে। কৃষকদের ক্ষতিপূরণ পরিশোধে বিলম্ব সম্বন্ধে আধিকারিকদের বক্তব্য, প্রযুক্তিগত কারণে কোম্পানির সমীক্ষা প্রক্রিয়ায় বিভিন্ন অসঙ্গতি দেখা গেছে। উল্লেখ্য, সমীক্ষা যথাসময়ে পরিচালিত হয়েছে এবং কৃষি কমিশনার সময়মতো ক্ষতিপূরণের অর্থ প্রদানের বিষয়ে বারবার নজরদারি করা সত্ত্বেও এখনও পর্যন্ত কৃষকদের কোনও অর্থনৈতিক সুরাহা হয়নি।

সূত্র – দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *