ফসলের ভালো দাম পাওয়ার আশায় পাঞ্জাবের, বিশেষত ভাতিন্দা, মানসা এবং সাংরুর ধান চাষিরা হরিয়ানার বাজারে তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে এর ফলে আড়তদার, শ্রমিক এবং চাল কলের মালিকেরা বিপাকে পড়েছেন। যদিও পাঞ্জাব সরকারের অভিযোগ, এর ফলে তারা রাজস্ব হারাচ্ছে।
উল্লেখ্য, পাঞ্জাবে বাসমতী- ১১২১ জাতের চাল প্রতি কুইন্টাল ৩৮০০-৪০০০ টাকায় বিক্রি হচ্ছে৷। অন্যদিকে, হরিয়ানার ফতেহাবাদ, রাতিয়া, তোহানা এবং পঞ্চকুলার বাজারে এই জাতগুলি প্রতি কুইন্টাল ৪৫০০ টাকায় বিক্রি হচ্ছে । স্বাভাবিকভাবেই কৃষকেরা বেশি লাভের আশায় হরিয়ানার বাজারে তাঁদের ফসল বিক্রি করছেন।
এতে রাতের ঘুম উড়ে গেছে আড়তদারদের। ডিস্ট্রিক্ট রাইস মিলার্স অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিক্ট আড়তিয়া অ্যাসোসিয়েশন মানসার সদস্যরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন।
সূত্র- দ্য ট্রিবিউন
হরিয়ানার বাজারে ধান বিক্রি করতে বাধ্য হলেন পাঞ্জাবের কৃষকরা

মতামত দিন