মহারাষ্ট্রে গবাদি পশুদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে লাম্পি চর্মরোগ। এই ব্যাপারে শিন্ডে সরকারকে কাঠগড়ায় তুলল এনসিপি। দলের মুখপাত্র মাহেশ তাপসী বলেন গবাদি পশুদের মধ্যে ছড়িয়ে যাওয়া চর্মরোগ নিয়ন্ত্রণ করার বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি মহারাষ্ট্র সরকার। যার জন্য মৃত্যু ঘটেছে কয়েক হাজার গবাদি পশুর। এর জেরে কৃষকেরা সর্বস্বান্ত হচ্ছেন। পাশাপাশি মহারাষ্ট্রে কৃষকের আত্মহত্যার ঘটনা যেভাবে বেড়ে চলেছে সে ব্যাপারেও মহারাষ্ট্র সরকারকে দায়ী করেছে এনসিপি।
সূত্র – আউটলুকইন্ডিয়া
গবাদি পশুর মধ্যে চর্মরোগ ছড়িয়ে যাওয়ার জন্য দায়ী মহারাষ্ট্র সরকার, অভিযোগ এনসিপি’র ।

মতামত দিন