নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দেখা না করলেও পথ চলা থেমে থাকেনি কৃষক-শ্রমিকদের। মঙ্গলবার শিন্ডের সঙ্গে দেখা করার কথা ছিল আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের। কিন্তু তিনি এদিন সময় দেননি। বুধবার দুপুর তিনটেয় দেখা করবেন বলেছেন। এদিন সিআইটিইউ নেতা ডিএল কারাদ বলেন, “সারা ভারত কিষাণসভার সাধারণ সম্পাদক অজিত নাওয়ালে, প্রাক্তন বিধায়ক জেপি গাভিত এই প্রতিনিধি দলে রয়েছেন। তাঁরা বুধবার দেখা করবেন শিন্ডের সঙ্গে।” মন্ত্রী দাদা ভুসের সঙ্গেও দেখা করেছেন আন্দোলনকারীরা।
পেঁয়াজ, তুলো, সয়াবিন, তুর, দুধ প্রভৃতির লাভজনক দামের দাবিই এবারের লং মার্চের মূল বিষয়। তবে মোট ১৭ দফা দাবি নিয়ে নাসিক থেকে মুম্বইয়ের দিকে হাঁটছেন কৃষকরা।
মুম্বইয়ের দিকে চলেছে কৃষকদের লং মার্চ

মতামত দিন