ময়নাগুড়িতে পাকা রাস্তা থাকার পরেও শুধুমাত্র হাইটবারের কারণে ঘটনাস্থলে পৌঁছতে দেরি করল দমকল। দেরির কারণে পুড়ে ধ্বংস হয়ে গেল সাত বিঘা কৃষিজমি। এই ঘটনার প্রতিবাদে ময়নাগুড়ির সাপ্টিবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের জাবরামালি এলাকায় রাস্তা অবরোধ করলেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। পাশাপাশি নিকটবর্তী এলাকারও রাস্তা আটক করেন তাঁরা।
প্রসঙ্গত, বুধবার রাতে ময়নাগুড়ির সাপ্টিবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের চাচার বাড়ি এলাকায় ধানের গাদায় আগুন লাগে। এই দুর্ঘটনার জেরে প্রায় সাত বিঘা জমি পুড়ে ছাই হয়ে যায়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পরেন। দমকল সূত্রে জানা যায়, রানিরহাট মোড়ে গিয়ে হাইটবারের কারণে অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘোরাতে বাধ্য হন কর্মীরা। এরপর ধারাইখুড়ি ব্রিজেও তাঁরা প্রতিবন্ধকতার শিকার হন। যার ফলে ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেন দমকলকর্মীরা।
এই ঘটনার জেরে হাইটবার তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পূর্ত দপ্তর থেকে জানানো হয়, হাইটবার সংক্রান্ত যা অভিযোগ আছে তা জেলাশাসকের কাছে জমা দিতে হবে।
সূত্র – উত্তরবঙ্গ সংবাদ
ময়নাগুড়িতে জমির ধান পুড়ে যাওয়ায় চাষিদের অবরোধ

মতামত দিন