লখিমপুর খেরি হিংসায় ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুললেন রাষ্ট্রীয় লোক দলের সুপ্রিমো

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

গত বছর ঘটে যাওয়া উত্তরপ্রদেশের লখিমপুর খেরি হিংসার ঘটনায় আহত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান এবং শহিদ চাষিদের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার দাবি শুক্রবার রাজ্যসভায় উত্থাপিত হয়। রাজ্যসভায় জিরো আওয়ারে রাষ্ট্রীয় লোক দলের সুপ্রিমো জয়ন্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার শহিদ কৃষকের পরিবারকে চাকরি দেওয়ার এবং আহতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এই সপ্তাহে উত্তরপ্রদেশের বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া উত্তর থেকে জানা গেছে যে প্রতিশ্রুতির বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রসঙ্গত, ৩ অক্টোবর ২০২১ সালে ঐতিহাসিক কৃষক আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের ওই এলাকায় সফরের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ করার সময় একটি হিংসার ঘটনা ঘটে। লখিমপুর খেরির তিকুনিয়ায় আটজন কৃষক নিহত হন। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের প্ররোচনায় কৃষকদের একটি এসইউভি গাড়ি চাপা দেয়। নিহত কৃষকদের আত্মীয়দের সরকারি চাকরি এবং আহত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি ওঠে। যদিও সে দাবির ব্যপারে উত্তরপ্রদেশ সরকার এখনও উদাসীন।

সূত্র – এবিপি লাইভ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *