অমৃতসরে কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতৃত্বে স্থানীয় কৃষকরা তাঁদের দাবির সমর্থনে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে ধর্নায় বসলেন।
কৃষক নেতা জানান, সরকার তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা জায়গা ছাড়বেন না। কৃষকরা তাঁদের কাপড় খুলে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, “রাজ্যের আম আদমি পার্টি সরকার কৃষকদের কাছে মিথ্যা দাবি করার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে পিছনে ফেলে দিয়েছে।” তিনি বলেন, রাষ্ট্র যখন মাদক, বেকারত্ব, দরিদ্র আইন-শৃঙ্খলা এবং কৃষকের আয় হ্রাসের মতো সমস্যার মুখোমুখি হচ্ছে, তখন সরকারের পক্ষে জনগণকে অপেক্ষা করতে বলা এবং সরকারকে কিছু সময় দিতে বলা অযৌক্তিক। “এটি অপেক্ষা করার সময় নয়। সরকারের উচিত এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করা”।
সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া
অমৃতসরে সরকারের বিরুদ্ধে কৃষকরা ধর্নায়

মতামত দিন