রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদে সোমবার পাঞ্জাবের অমৃতসরে তারন তারান রোডে চাব্বা গ্রামের কাছে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা কেন্দ্র ও রাজ্য সরকারের কুশপুতুল পোড়ান।
কেএমএসসি নেতারা বলেন যে আম আদমি পার্টি দাবি করেছে যে তারা রাজ্যে সুশাসন প্রদান করবে এবং সমাজের কোনও অংশকে প্রতিবাদের আশ্রয় নিতে হবে না। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। কেএমএসসির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের এদিন বলেন, “আপ ‘ধর্না মুক্ত পাঞ্জাব’ করার দাবি করেছিল কিন্তু সরকার গঠন করার পরে, সমাজের বিভিন্ন অংশ তাঁদের অধিকারের জন্য প্রতিবাদ করতে বাধ্য হয়েছিলেন”।
ইউনিয়ন নেতারা জানান, মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ করতে ক্ষতিপূরণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকার ২০ দিন সময় চাওয়ার পর কৃষকরা তাঁদের বিক্ষোভ প্রত্যাহার করেন। যদিও চাষিরা অভিযোগ করেন ২২ দিন পরেও, সমস্যাগুলি সমাধান করা হয়নি। সারওয়ান সিং পান্ধের বলেন, “আমরা ২২ ফেব্রুয়ারি থেকে গুরুদাসপুরে বিক্ষোভ শুরু করতে বাধ্য হচ্ছি”।
সূত্র- দ্য ট্রিবিউন
পাঞ্জাবে চাষিদের ক্ষোভ প্রদর্শন

মতামত দিন