তিনটি কালা কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে ঐতিহাসিক আন্দোলন করেছিলেন কৃষকরা। সেই আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় তিনটি কৃষি আইন প্রত্যাহারের প্রতিশ্রুতি দিতে। পরবর্তীতে আরও কিছু দাবি সংযুক্ত করেন কৃষকরা। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিলেও কৃষকদের বিষয়ে উদাসীন।
এবার সংযুক্ত কিষাণ মোর্চার নেতা রবি আজাদ হরিয়ানার জিন্দে হতে চলা মহাপঞ্চায়েতে কৃষক ও সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একজোট হওয়ার আহ্বান জানালেন। তিনি বলেন, “ন্যূনতম সহায়ক মূল্য-সহ অন্যান্য দাবিতে ২৬ জানুয়ারি কৃষকরা বিশাল মহাপঞ্চায়েত করবেন”। কৃষক নেতা রবি আজাদ স্মরণ করিয়ে দেন, ২০২১ সালের ২৬ জানুয়ারি কৃষকরা দেশের রাজধানীতে ট্র্যাক্টর মার্চ করেছিলেন। তারই দু’বছর পূর্তিতে এই মহাপঞ্চায়েত আয়োজন করা হয়েছে। কৃষকদের দাবি না মেটা পর্যন্ত কৃষকরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
সূত্র- সত্য খবর
জিন্দের মহাপঞ্চায়েতে চাষিদের আহ্বান জানালেন কৃষক নেতা রবি আজাদ

মতামত দিন