শনিবার ছিল ১৯ নভেম্বর। ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিজয়ের বর্ষপূর্তি। এই উপলক্ষে গোটা দেশে ফতেহ দিবস বা কিষাণ দিবস পালন করলেন কৃষক ও ক্ষেতমজুররা। সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে এদিন বিজয় দিবস পালিত হয়। মিষ্টি বিতরণ-সহ নানা উৎসবমুখরতায় এই দিনটি পালিত হলেও, এদিন থেকেই নতুন করে দেশব্যাপী কৃষক আন্দোলন তৈরি করার সংকল্প নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। ২৬ নভেম্বর রাজভবন অভিযানের মধ্যে নব-পর্যায়ে আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন কিষাণ মোর্চার নেতৃবৃন্দ। নবপর্যায়ে কৃষক আন্দোলন শুরু হওয়ার প্রাক পর্যায়ে অর্থাৎ কিষাণ বিজয় দিবসে এদিন এ রাজ্য থেকে শুরু করে গোটা দেশের সংগ্রামী চাষি আর ক্ষেতমজুররা শপথ নিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত কর্পোরেট লুঠ আর জাতিবাদি ও সাম্প্রদায়িক হাঙ্গামাকে প্রতিহত করে গোটা দেশে কিষাণ-ক্ষেতমজুর আর শ্রমিকের স্বরাজ কায়েম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সংগ্রামী কৃষক নেতাদের বক্তব্য, এবারের সংগ্রাম কর্মজীবী মানুষের সংগ্রাম, এবারের সংগ্রাম ভূমিনিবিড় মানুষের সংগ্রাম।