উত্তরপ্রদেশে আয়োজিত হল কিষাণ-মজদুর পঞ্চায়েত

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব প্রতিনিধি: সোমবার উত্তরপ্রদেশে কিষাণ-মজদুর পঞ্চায়েতে ঋণ মকুব, বিনামূল্যে বিদ্যুৎ, ন্যূনতম সহায়ক মূল্য এবং রেশন-সহ অন্যান্য দাবি উত্থাপন করা হয়।

সোমবার দুপুরে বহু কৃষক অল ইন্ডিয়া কিষাণ মজদুর সভার নেতৃত্বে উত্তরপ্রদেশের রাহি গ্রামে জড়ো হন। তাঁরা দরিদ্র মানুষ ও চাষিদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেন।

স্মারকলিপিতে স্বাক্ষরকালে বকেয়া বিল মুকুব এবং গৃহস্থালির ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ও টিউবওয়েল পাম্প বিনামূল্যে দেওয়ার দাবির প্রসঙ্গও উত্থাপিত হয়। প্রত্যেককে প্রতি ইউনিট ১৫ কেজি শস্য, ১ কেজি তেল, ১ কেজি ডাল-সহ কৃষকদের দীর্ঘ দিনের অন্যান্য দাবিও তোলা হয়।

এদিনের কিষাণ-মজদুর পঞ্চায়েত থেকে জানানো হয় আগামী ২৬ জানুয়ারি কৃষকরা তাঁদের দাবি আদায়ে সারাদেশে ট্রাক্টর মিছিল করবেন।

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *