কৃষক রবিশস্য সেচের জন্য খালগুলি থেকে জল ছাড়ার দাবিতে শুক্রবার ওড়িশার কৃষকেরা কেন্দ্রপাড়া-গনডাখিয়া সড়ক অবরোধ করলেন। কালো ছোলা, সবুজ ছোলা, আলু, আখ এবং অন্যান্য শাকসবজি চাষের জন্য কেন্দ্রপাড়া, পট্টমুন্ডাই, জাম্বু এবং মারসাঘাই খালগুলির ওপর নির্ভর করেন চাষিরা।
চাষিদের অভিযোগ, কিছু জেলে কেন্দ্রপাড়া খালের আনিকুট গেটে তালা দিয়ে জল বন্ধ করে দিয়েছেন। যদিও বাকিগুলোর সংস্কারের ধীর গতি কৃষকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গণ্ডাখিয়ার আরাখিতা রাউত জানান, তিনি দুই একর জমিতে সবুজ ছোলা চাষ করেছেন কিন্তু খাল দিয়ে তাঁর জমিতে জল সরবরাহ না হওয়ায় ফসল শুকিয়ে যাচ্ছে। সেখানকার অনান্য কৃষকরাও একই কথা জানান।
এই অবরোধের ফলে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। সেচ কর্তারা পুলিশের সহায়তায় সেদিনই কেন্দ্রপাড়া খালের আনিকূট গেট খুলে দেন। সেচ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উমেশ শেঠি জানান, “অন্যান্য খালগুলি যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে কৃষকরা তাদের রবি ফসলের জন্য জল পাবেন।”
সূত্র- দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
ওড়িশায় সেচের জন্য খালের জল ছাড়ার দাবিতে সড়ক অবরোধ কৃষকদের

মতামত দিন