কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কৃষক বিরোধী অবস্থানের কড়া সমালোচনা করলেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। দেশ জুড়ে কৃষকদের জন্য রায়তু বন্ধু, রায়তু বীমার মতো প্রকল্প চালু করা এবং কৃষকদের ঋণ অবিলম্বে মকুব করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে দাবি জানান দক্ষিণী এই দুই বিজেপি বিরোধী নেতা। পাশাপাশি কৃষকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহেরও দাবি করেন তাঁরা। তেলেঙ্গনা সরকার কৃষকদের জন্য এই প্রকল্পগুলোর বেশিরভাগ বাস্তবায়িত করছে বলেও জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে তাঁরা কয়েকটি কৃষক সংগঠনের সঙ্গে আলোচনাও করতে চলেছেন। তার আগে রবিবার হায়দরাবাদের প্রগতি ভবনে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তার মধ্যে ছিল অর্থনীতি ও কৃষি দুটি প্রধান বিষয়।
সূত্র- ইউএনআই
কেন্দ্রের কৃষক বিরোধী নীতির কড়া সমালোচনায় কেসিআর ও কুমারস্বামী

মতামত দিন