পুলিশ আধিকারিকের ঘুষ চাওয়ার ঘটনায় উত্তরপ্রদেশের কাসগঞ্জ কোতয়ালি থানায় প্রতিবাদ জানাতে গেছিলেন কৃষকরা। কিন্তু পুলিশ উলটে প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভারতীয় কিষাণ ইউনিয়ন-স্বরাজের ৫১ জন কর্মী-সমর্থক এবং ১৫০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে গ্রেফতার করে। ভাঙচুর, অশান্তি ছড়ানো, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়। এবার বিকেইউ-স্বরাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্থানীয় এক বিজেপি নেতা ও এক পুলিশ আধিকারিকের মদতে আলো নিভিয়ে পুলিশ প্রশাসন ও বিজেপির লুম্পেন কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং মিথ্যেভাবে হামলার দায় চাপানো হয় আন্দোলনকারীদের ওপর। কাসগঞ্জের মুখ্য চিকিৎসা আধিকারিক প্রায় চার ডজন মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এই অভিযোগে নতুন করে এফআইআর দায়ের করার দাবি জানানো হয়েছে কৃষক সংগঠন বিকেইউ-স্বরাজের তরফে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র- দ্য ট্রিবিউন
কাসগঞ্জ সংঘর্ষ: পুলিশ ও বিজেপি নেতার বিরুদ্ধে পালটা এফআইআর-এর দাবি কৃষক সংগঠনের

মতামত দিন