রবিবার কর্ণাটকের মাইসুরু জেলার টি নারাসিপুর তালুকের নীলাসোগে গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলে-সহ ৩ কৃষকের মর্মান্তিক মৃত্যু হল। মৃতদের নাম রাচে গৌড়া (৬০), হরিশ (৩৩) ও মহাদেবস্বামী (৩৮)। পুলিশ সূত্রের খবর, অনুযায়ী এদিন সকালে কৃষিকাজের জন্য মাঠে গিয়েছিলেন রাচে গৌড়া। সেখানে চাষের মাঠে পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে লেগে আচমকাই লুটিয়ে পড়েন তিনি। বাবাকে এভাবে পড়ে যেতে দেখে তাঁর ছেলে মহাদেব স্বামী বাঁচাতে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। তাঁদের বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন হরিশও। এই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই ঘটনার খবর পেলেও তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছননি। টি নারাসিপুর পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র- লেটেস্ট লি
কর্ণাটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

মতামত দিন